২১ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করতে গিয়ে চাপে আছেন তিনি। এক সপ্তাহের মধ্যে গত সোমবার (২৪ আগস্ট) দ্বিতীয়বার তাকে হাসপাতালে যেতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থা সবার সামনে তুলে ধরতে আজ শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছেন আবে।
সংবাদ সম্মেলনে করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে শিনজো আবে’র।
সম্প্রতি দুইবার আবের হঠাৎ হাসপাতালে যাওয়ার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। এছাড়া চলতি মাসে আবে তিন দিন ছুটি নিয়েছেন। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য হঠাৎ করেই গত ১৭ আগস্ট টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ৬৬ বছর বয়সী আবে।
সাত ঘণ্টার বেশি সময় ধরে স্বাস্থ্য পরীক্ষা হয় তার। এক সপ্তাহ পর আবার একই হাসপাতালে যেতে দেখা যায় তাকে।