২১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সুবাস জামান, রাজশাহী ব্যুরোঃ
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য । কিছুদিন আগে গত ২৭ মে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত নারী কনস্টেবল মোসা: রীমা খাতুনের করোনা পজিটিভ সনাক্ত হয়।
পরবর্তীতে পরপর দুইবার নমুনা টেস্টে নেগেটিভ আসে এবং আজকে ১৪ জুন রবিবার সুস্থ হিসেবে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যার। এ সময় অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তাকে পুলিশ হাসপাতালেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। দৃঢ় মনোবল নিয়ে সবসময় সাধারন জনগনের পাশে আছে রাজশাহী জেলা পুলিশ।