২০ নভেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
সংশ্লিষ্ট এলাকায় করোনা বিস্তার পরিস্থিতির উন্নতি হলে ঢাকার আরও কয়েকটি এলাকা লকডাউনের আওতায় আসতে পারে। আর লকডাউনে থাকা এলাকায় বসবাসকারী সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তাভাবনা করছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে যুক্তরা পরিচয়পত্র দেখিয়ে কাজের জন্য এলাকা থেকে বের হওয়া ও প্রবেশ করতে পারবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম পূর্ব রাজাবাজারের লকডাউনকৃত এলাকার চাকরিজীবীদের ছুটির আওতায় আনার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এলাকাভিত্তিক লকডাউনে থাকা চাকরিজীবীদের সাধারণ ছুটির আওতায় রাখার চিন্তা করছে। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলোচনা করছে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের প্রভাবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আর লকডাউনের আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের সাধারণ ছুটি ঘোষণার বিষয়টিতে এখনো সিদ্ধান্ত হয়নি।