২১ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের টিটিসি ভবনের সামনে বাদামতলা নামক স্থানে খালে এক নবজাতকের মৃতদেহ পড়ে রয়েছে। সোমবার সকাল ১১ টায় স্থানীয়রা মৃতদেহ দেখতে পান । মৃতদেহ দেখে উৎসুক জনতার ভিড় জমে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুর লাশটি খালে ভাসতে দেখে ঝালকাঠি সদর থানায় খবর দেয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি রওনা দিয়েছে ।
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন খবর একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গেছে।