২১ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জলিলুর রহমান স্টাফ
৭৪ জন গ্রাম পুলিশ ও মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা ৩০ জন বেকার যুবককে ঈদ সামগ্রী দিলেন বরগুনার তালতলী থানার ওসি।
বৃহস্পতিবার (২১ মে) তালতলী থানার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, দিন রাত মাঠে কাজ করেন গ্রাম পুলিশ । এই ৭৬জন গ্রাম পুলিশ ও পুলিশের কাছে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ৩০ বেকার যুবকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী হিসেবে চিনি,সেমাই,পোলার চাল,দুধ,একটি করে সাবান বিতরণ করা হয়েছে। যারা মাদক ছেড়ে ফিরে এসেছে তাদের বিভিন্ন সময়ই আমি খোঁজখবর নিয়ে খাদ্য সামগ্রী দিয়ে থাকি। আজ তাদের জন্য আমার পক্ষ থেকে এই ঈদ উপহার দেওয়া হয়েছে সবাইকে। তিনি আরও বলেন আমি যতদিন তালতলীতে থাকবো মাদকের ব্যবসা ও সেবন করতে দিবো না। মাদকের বিরুদ্ধে সব সময়ই জিরো টলারেন্স ।