২২ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলে শনিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন শেষে প্রধান প্রধান সড়কে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,
কর্মসূচিতে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।