২০ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম নাশকতার অভিযোগেঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করে। টোটন চুয়াডাঙ্গা-১ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মৃত সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের আপন ছোট ভাই।ডিবি জানায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত লকডাউন ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল টোটনের।
ডিবির ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।