২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বুধবার দুপুরে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই ব্যক্তিকে পিরোজপুর থেকে বরিশাল গামী একটি ট্রাক ধাক্কা দেয় ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠির মৃত ফজলে আলীর ছেলে শহরের গুরুধাম এলাকার আলম ষ্টোরের মালিক নুরে আলম( ৫০) ও শহরের কাটপট্টি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে মোঃ কবির হোসেন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেন।
কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে,ঘাতক ট্র্যাকটি আটক করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায় তাকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে