২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পৃথক দুটি’ অভিযানে গাঁজাসহ ২ কারবারী গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা বাসষ্টান্ডে এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগর গ্রামের আজাদ আলীর ছেলে মোঃ মাগরিব আলী (৪৪) কে আটক করে।পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১লাখ ২০ হাজার টাকার মূল্যের ৪ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এছাড়া ভোররাতে এক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১ টি ডিজিটাল পরিমাপক মেশিনসহ বাসস্ট্যান্ডপাড়া একটি টি স্টল এর সামনে থেকে দক্ষিণ চাদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৩৫) আটক করে।
গ্রেফতারকৃত দু” আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।