২০ নভেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বরিশাল-ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক দুর্ঘটনায় এক পথচারী সাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি দ্রুতগামী পরিবহন সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান।
পথিমধ্যেই তিনি মারা যান। নিহত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পরপরই পরিবহনটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিচয় ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।