২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও চিত্রে বানারীপাড়া থেকে নাঈম মোঘল:
বরিশালের বানারীপাড়ায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েলকে গণ সংবর্ধনায় বরণ করে উপজেলাবাসী। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার নেতাকর্মীসহ গাড়ি বহর নিয়ে বানারীপাড়ায় পথযাত্রা শেষে বিশারকান্দি ইউনিয়নে এক মতবিনিময় সভা করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী মুখপাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন । এছাড়া বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতবিনিময় সভায় মাস্টার মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত সরকারি ফজলুল হক কলেজের সাবেক ভিপি,চাখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার,বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীন লস্কর,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল বাবু,ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়, মোঃ মহসিন, বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লস্কর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন সরদার, ইমরান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।