২১ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আরুয়ায় জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসা চত্বরে বৃক্ষরোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসার সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুরাদ, সদস্য মোঃ বাইজিত হোসেন, মাদরাসার শিক্ষকরা, আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সহ স্থানীয়রা।
আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুরাদ বলেন, আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বৃক্ষরোপন করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।