২০ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫৬ নং লোহালিয়া মৌজার এস এ ১০৩৬,১৪১৪ নং দাগের সম্পত্তির উপরে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান উঠানোর প্রস্তুতি নিচ্ছে ফুলমতি বেগম গংরা।
বরিশাল জেলা জজ আদালতে বাদী হয়ে দেওয়ানী আপীল মোকদ্দমা ৬১/২০২৫ মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম হাওলাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের খাসের ১নং খতিয়ানের রেকর্ডকৃত ১৫ শতাংশ জমি আঃ জব্বার-এর বরাবরে বন্দোবস্ত দেন এবং দখল বুঝাইয়া দেন। সেইসাথে তাহার নামে নতুন এস এ ৫৫৩ নং খতিয়ান খুলিয়া দেন। উক্ত জমি থেকে ৯ শতাংশ জমি ক্রয় করেন হেলাল হোসেন। বাকী ৬ শতাংশ জমি ক্রয় করেন জাহাঙ্গীর আলম হাওলাদার। জাহাঙ্গীর আলম হাওলাদার নতুন খতিয়ান এস এ ৯৪৫ নং খুলিয়া গাছগাছালি লাগাইয়া ভোগ দখল ও ব্যবহার করিয়া আসিতেছেন। বিবাদী ফুলমতি গংরা জাল জালিয়াতির মাধ্যমে বিগত ইং ২৬/১২/২০১৩ তারিখে একই দাগ,খতিয়ানের ৭ শতাংশ জমির একখানা সাব কবলা দলিল তৈরী করেন। উল্লেখিত দলিলটি বর্তমান মূল মোকাদ্দমায় বিরোধীয়। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলার তফসিল বিরোধীয় ভুমি বিষয়ে উভয় পক্ষের নিজ নিজ দখল অনুযায়ী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, ঘটনাস্থান পরিদর্শন করেছি, এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আদালতের নির্দেশনা মানার জন্য কঠোরভাবে বলা হয়েছে।