২০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষে হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভুমি মোহন মিনজি’র কুইজ প্রতিযোগিতা হয়। সহকারী কমিশন (ভুমি) (অ.দা.) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সহকারী সেটেলমেন্ট অফিসার (অ.দা) ইকবাল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ প্রমূখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।