২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালের বাবুগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। রবিবার (২৫ মে) বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা ভূমি অফিস কার্যালয় থেকে বের হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করেন।
পরে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সুলতান আহমেদ খান, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার,জামায়েত নেতা মোঃ দেলোয়ার হোসেনসহ এই অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।