২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের হাতে ৩০ বোতল ফেন্সিডিল মোটর সাইকেলসহ ৩জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার মাঝ রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালায় । এসময় জীবননগর থানাধীন জীবননগর টু কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ বাজারে একটি মটরসাইকেলকে গতিরোধ করে।পরে মটরসাইকেলে থাকা ঝিনাইদহের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮), শৈলকুপার তামিলনগরের হাসান শেখের ছেলে মোঃ হাফিজ শেখ (২৬)ও ঝিনাইদহ আরাপপুর বাসস্টান্ড পাড়ার আবু হাসেমের ছেলে আশিকুজ্জামান (২৭)কে ৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী একটি রেজিঃ বিহীন Hero THRILLER 160cc মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন।
পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।