২১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তারক কর্মকারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ১৩ই মে মঙ্গলবার হরিসভা মন্দিরে এক সভায় সাধারণ মানুষ, ব্যবসায়ী বৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি বাবু উজ্জ্বল কুন্ডু সাধারণ সম্পাদক বাবু তারক কর্মকার সাংগঠনিক সম্পাদক বাবু সজল সাহা এবং কোষাধাক্ষ বাবু তাপস কর্মকার সভায় আগামী এক মাসের ভিতরে উক্ত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এদিকে নবনির্বাচিত কমিটিকে সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশাজীবী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ ব্যাপারে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাবু তারেক কর্মকারের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন ঈশ্বরের ইচ্ছা হয়েছে বিধায় আমাকে সকলের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমি সকলের আশীর্বাদ কামনা করছি আমার উপরে দায়িত্বরত সকল কর্মকাণ্ড সুন্দরভাবে সকলের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই। আমি সহ কমিটির সকলের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।