২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেস্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও
জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা গ্রেফতার হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে,নিষিদ্ধ সংগঠন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও
জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা (৭২) দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হলে তাকে গ্রেফতার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানায়, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।