২১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা রিক্সা,ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০১ মার্চ সকাল দশটায় বাবুগঞ্জ উপজেলার কলেজগেটে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের নায়েবে আমীর মোঃ আলী হোসেন, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সহজ শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।