২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিবেদক ঃ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ এপ্রিল বিকাল ৪ঃ০০ টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের চাঁদপাশার দারুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর লক্ষ্যে এ মাঠ দিবসে আধুনিক বোরো ধান (ব্রি ধান-৭৪) কর্তন পরবর্তী এর ফলন সম্পর্কে আলোকপাত করা হয়।
এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।
উপসহকারী কৃষি কর্মকর্তা সানজিদা সিদ্দিকা তানিয়া এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিয়া আফরিন, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম আকন প্রমূখ। এছাড়াও কালিকাপুর গ্রামের কৃষাণ কৃষাণীরাও উপস্থিত ছিলেন।