২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক ঃ বরিশালের বাবুগঞ্জে একটি গ্রামীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১১ এপ্রিল শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশন থেকে মাসুদ হাওলাদার বাড়ি পর্যন্ত এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বটতলা স্টেশন থেকে মাসুদ হাওলাদারের বাড়ি কাবিখা প্রকল্পের আওতায় এ সড়কটি নির্মাণের ফলে এটি ব্যবহারকারীদের ভোগান্তি কমে যাবে।
সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মোনাজাতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন আমীর মাস্টার জাকির হোসেন।
জামায়েত নেতা মাওলানা ফজলুল হক, মোঃ জসিম উদ্দিন আকন, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুব নেতা মোঃ সবুর খান, আব্দুল হালিম প্রমূখ।