২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
খুলনায় অস্ত্র গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ ১১ গ্রেফতার

খুলনায় অস্ত্র গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ ১১ গ্রেফতার

মাহমুদ হাসান রনি,
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃখুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় তিন পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আগ্নায়স্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের পুত্র শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার পুত্র রুবেল @ কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর পুত্র সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম, মোঃ রমিজুল হাওলাদারের পুত্র গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মোঃ আহমদ খা এর পুত্র মোঃ আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের পুত্র ইমরানুজ্জামান, নিরালা এলাকার মোঃ আলমগীর হোসেন এর পুত্র ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাক এর পুত্র রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের পুত্র ফজলে রাব্বি রাজন।
উদ্ধারকৃত অস্ত্র হলো তিনটি পিস্তল, একনলা শর্টগান একটি, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল একটি ও একটি চাপাতিসহ কয়েকরাউন্ড গুলি। এছাড়াও সাতটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার ( সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান জানান, রাত ১২টার দিকে তারা তথ্য পায় সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় গাড়িচালক মোঃ আব্দুর রহমান গাজীর বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে। এ সময় তারা ও যৌথবাহিনী মিলে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এ সময় ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এই অভিযান তিন পুলিশসদস্য সহ আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।পুলিশ জানায়, রবিবার সকালে সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত জানানো হবে।উল্লেখ বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মানাধীন একতলা ভবন ও পাশ্ববর্তী আরএকটি ভবনে সন্ত্রাসীরা অবস্থান করছিলো। সেখানে বেশ কয়েকটি খাবারের প্যাকেট দেখা যায়। নৌ বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জানান, তাদের অভিযানে সন্ত্রাসীদের এই দুই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের অবস্থান জানতে পেরে সন্ত্রাসীদের মধ্য থেকে দুই জন পাশ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রায় চার ঘন্টা ধরে এই অভিযান চলে।
গ্রেফতারকৃত শেখ পলাশ ও অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে খুলনা জেলায়। সে খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।উল্লেখ এর আগে তাকে গ্রেফতার করিয়ে দিতে পারলে পুরষ্কার দেওয়া হবে বলে পূর্বে ঘোষণা করেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019