২১ নভেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার শৈলমারী অসহায় হিন্দু পরিবারের আর্থিক সাহায্য করলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামে মৃত শ্রী রতন কর্মকারের বাড়ি যান জামায়াতে ইসলামীর জেলা সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাও. রেজাউল হক, জেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম,বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন, বেগমপুর ইউনিয়ন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মাষ্টার, আবু বক্কর মেম্বার সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় তারা মৃত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার ঘোষনা দিয়ে আর্থিক সহযোগিতা করেন। উল্লেখ গত ২৫ মার্চ আকস্মিক মৃত্যুবরণ করেন শৈলমারী গ্রামের শ্রী রতন কর্মকার। পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যাক্তির মৃত্যু হওয়ায় অভাব অনাটনে দিন পার করছিলেন পরিবারটি। এ খবর স্থানীয় জামায়াত নেতারা জানতে পেয়ে জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে।পরে জামায়াতে ইসলামীর জেলা আমির এ্যাড. রুহুল আমিনের নির্দেশে অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী।