২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পাসপোর্ট অফিস এলাকায় দুর্নীতি দমন কমিশন দুদক রবিবার ২৩জানুয়ারি দুপুরে পিরোজপুরের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ কৃষ্ণকাঠি এলাকার আলাউদ্দিন এর ছেলে সাব্বির, ঝালকাঠি সদরের তারুলী এলাকার রুস্তম হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম এবং কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে মোঃ কাওছার কে পাসপোর্ট অফিসের দালাল চক্রের সদস্য হিসেবে আটক করে।
এছাড়াও দুর্নীতি দমন কমিশন, পাসপোর্ট অফিসে কর্মরত ৩ আনসার সদস্যকে দালালদের সহায়তাকারী হিসেবে সনাক্ত করে।
এবং দুদক কর্মকর্তারা আরো বলেন তিন আনসার সদস্য আমাদের কাছে বলেন সহকারী পরিচালক তৌহিদ উল আরিফ প্রতি পার্সপোর্টে ১২শত টাকা করে নেয় ।
এবিষয়ে সহকারী পরিচালক তৌহিদ উল আরিফ বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।
আমি কোন দুর্নীতির সাথে জড়িত নই।
অফিসে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিন ব্যক্তির মধ্যে মোঃ কাওছারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন এবং বাকি দুই জনকে লিখিত মুচলেকা রেখে ছেড়ে দেন। এছাড়া, আনসার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।