২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার ১৯ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা মোঃ নুরুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহামুদ আলম জোমাদ্দার, জেলা ম্যানেজার অক্ষয় সরকার, উপজেলা সমন্বয়কারী মোঃ গোলাম রব্বানী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ।