২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অমর একুশে বই মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফ্রেব্রুশনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী এ বই মেলার উদ্বোধন করেন জেলা পশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষাবিদ মনোতোষ কুমার দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জাকির হোসেন।
আলোচনা সভা শেষে স্থানীয় বিভিন্ন লেখকের ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই গুলো হলো ডা. নাসিমা আক্তার জাহানের শতবর্ষের পদধ্বনি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথের বিধু, মাহবুবা আখতারের নীলাদ্রি ছুয়ে দাও নীলপদ্ম, জেলা কবি সংসদের কবি দর্পণ, জুলফিকার আলী জিল্লুরের ভুল টিকিটে যাত্রা, আবু সাঈদ সিদ্দিকির মুক্তির গান।
মেলায় মোট ২২ টি স্টল স্থান পায় এবং মেলাটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।