২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধিঃ-অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন এর সৈয়দা জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষক চন্দ্র শেখর মিত্র ও সভাপতি এস এম ফারুক। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে ৩০২ জন শিক্ষার্থী প্রতিযোগী অংশগ্রহন করে।
প্রতিযোগীরা দক্ষতার সাথে তাদের ক্রীড়ানৈপুন্য প্রদর্শন করে দর্শক বৃন্দকে আনন্দ দান করে।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার , উক্ত বাষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ সময় সভাপতিত্ব করেন, এস এম ফারুক, কার্যকরী-পর্ষদ, সৈয়দ জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
অনুষ্ঠানের শেষে বিজয়িদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্মানিত সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য বৃন্দরা ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
সমগ্র ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন যৌথভাবে বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সাইমুন ইসলাম সুমন।