২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো:নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া ৬৮ নং দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিনের বিরুদ্ধে তথ্য গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের একজন অভিভাবক বানারী পাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় ওই বিদ্যালয়ের সাদিয়া নামে একজন অভিভাবক বানারী পাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগটি করেছেন অভিযোগ তিনি উল্লেখ করেন প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন অভিভাবকদের সাথে সবসময় দুর্ব্যবহার করেন এবং তিনি যে সকল শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে থাকেন তাদেরকে ৯৯ নম্বর দেওয়া হয় কিন্তু অন্যান্য মেধাবীরা ভালো লিখলেও তারা সঠিক নাম্বার পান না ইহাতে প্রতিয়মান হয় যে প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন তাদেরকে প্রশ্ন সরবরাহ করে থাকেন এবং তিনি দুই যুগ যাবৎ একই স্থানে চাকরি করার সুবাদে তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। এছাড়াও ইতিপূর্বে খালেদা ইয়াসমিন ঝালকাঠি জেলার সদর উপজেলার যুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত থাকাকালীন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রধান শিক্ষক পদে বানারীপাড়ার ঠিকানা ব্যবহার করে সরকারি আবেদন করিয়া বেআইনিভাবে প্রধান শিক্ষক হয়েছেন। এব্যাপারে অভিযোগকারী সাদিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঐ স্বেচ্ছাচারী প্রধান শিক্ষক এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে এবং আমি প্রকৃত বিচার পাবো। এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন খালেদা ইয়াসমিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযোগের বিষয়টি সামাজিক মাধ্যমে জানাজানি হলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি বলেন খালেদা ইয়াসমিন একনাগারে দুই যুগ ধরে একই স্থানে চাকরি করার এ বিষয়টি বানারী পাড়ার ইতিহাসে বিরল এবং বিদ্যালয়ের পাশে তার বাড়ি হওয়ায় তিনি বিদ্যালয়টাকে নিজের সম্পত্তি মনে করেন তার অনাচারে বিদ্যালয়ের অপর শিক্ষকরা অতিষ্ঠ যে দলই ক্ষমতায় আসুক খালেদা ইয়াসমিন ও তার পরিবার এই দলেরই লোক হয়ে যান বিদায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।