২১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জে বুরো বাংলাদেশ এনজিও কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে ৫ শতাধিক গরীব,অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুরো বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ, বুরো বাংলাদেশ খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আল-আমিন খান ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃরআশাদুল হক।এসময় চুয়াডাঙ্গা পৌরসভা, মোমিনপুর, জেহালা ও পদ্মবিলা ইউনিয়নের ৫ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়।কম্বল বিতরণ কালে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা এলাকা এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন বলে চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার নূরুল ইসলাম জানান।