২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন বন্ধ করার দাবীতে সংবাদ সংম্মেলন করেছে।এসময় তারা দাবী করেন যদি প্রশাসন না মানে তাহলে গণপরিবহন বন্ধের ঘোষণা করবে বলে তারা জানিয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বাস মালিক সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সব গণপরিবহন বন্ধের ঘোষণার ডাক দিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া, প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই বোঝা যায় কোন উপজেলার যানবাহন এটি।
এসব দাবি মানা না হলে আগামী সোমবার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে। নেতারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে অবৈধ যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।