২১ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল
বরিশাল উজিরপুরে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ আহত হয়েছে ৫ জন যাত্রী। এ ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায়। স্থানীয় সুত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো প ১১-৮৫৬৬) গাড়িটি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা নামক স্থানে আসলে বিপরিত দিক থেকে আসা একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা আরেকটি ট্রলিকে ধাক্কা দিয়ে সাকুরা পরিবহনটি খাদে পড়ে যায়।এতে এক শিশু ও ট্রলি চালকসহ আহত হয়েছেন ৫ জন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে।