২১ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঝালকাঠি সার্কিট হাউসে শনিবার ১৬ ই ডিসেম্বর বিভিন্ন বাহিনীর প্যারেড অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত জেলা প্রশাসক আশরাফুর রহমান , এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এরপরে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম ও প্যারেড প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম ,জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।