২১ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় শ্বশুরের উপর অভিমান করে ১ সন্তানের মা বিষপানে আত্নহত্যা করেছে।
সোমবার বেলা ১টায় দর্শনা থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে দামুড়হুদার ফুলবাড়ির ইউসুফ আলীর মেয়ে ও একই গ্রামের মোশাব কাক্কার স্ত্রী শাবানা(২৯)’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।পরে তার মরদেহ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ আগের দিন সাবানা তার ৭ বছর বয়সী মারিয়া খেলাধুলার সময় তার পায়ের নুপুর হারিয়ে ফেলে। ফলে তার মা শাবানা মেয়েকে নুপুর হারানোর জন্য মারধর করে। এ কারণে শাবানাকে শ্বশুর মোলাম আলী রেগে পুত্রবধূর বকাঝকা করে। এতে শ্বশুরের ওপর অভিমান করে বিকালে বাড়ির সকলের অজান্তে বিষপান করে ও রাতে মারা যায়।পরে
শাবানার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দর্শনা থানা পুলিশের এসআই তাকবিন জাহান পলি জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে রবিবার বিকেল সাড়ে ৬টায় আমরা পরিবারের নিকট থেকে লাশ উদ্ধার করি।পরদিন কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।