২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মরহুম কেরামত আলী মোল্লা, সহকারী শিক্ষক রুস্তুম আলী খান ও বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াকুব আলী হাওলাদার স্বরণে স্বরণসভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে ১০টায় হাজরাগাতী স্কুল মাঠে স্বরণসভা ও সম্মাননা স্বারক পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।
প্রাক্তন শিক্ষার্থী মো: শাহ আলম মল্লিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো: আনোয়ার হোসেন মোল্লা, হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: ফরিদ হোসেন মোল্লা, ডেসকো ঢাকা উত্তরা পূর্ব ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম তালুকদার, ইউনিয়ন ব্যাংক বরিশাল শাখার এফএভিপি শাখা ব্যবস্থাপক মো: সিরাজুল ইসলাম খান
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষিত জাতি গড়তে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত যুগে যুগে প্রাথমিক শিক্ষকদের স্বরণ করা।