২১ নভেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে। এছাড়া আমাদের ৫ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে।কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না কারন যে যেখানে আগে ছিলো তারা আজও সেখানেই বসে আছেন।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে অনেক অসুস্থ সাংবাদিক অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোন সহয়তা পাননি । আমরা আশাকরি এই বৈষম্য আর থাকবে না।
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন , বিএফইউজের সাবেক সহ সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক,বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত, আবু হানিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু
পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, প্রমুখ।