২১ নভেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা ও জীবননগর থানায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধা ৬টায়
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪) রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় একটি চলন্ত আলমসাধু তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে দর্শনা থানাধীন হিজলগাড়ী-নেহালপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের নিকট চলন্ত আলমসাধু উল্ঠে যায় এসময় দর্শনাথানাধীন সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমস (২৫)ঘটনাস্থলেই মারা যায়। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।