২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সোনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুল কাদের হাওলাদার (৭০) রোববার (১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোকজনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে ও দুই বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার আকরাম হোসাইন,বিএনপি নেতা শাহিন হাওলাদার ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মহান বিজয়ের মাসের প্রথম দিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদারের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###