২১ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বি এস পি একাডেমীর হল রুমে উপজেলা আমীর মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ২০২৫ ও ২৬ সালের জন্য আমীর ও মজলিশে শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা নায়েবে আমীর অধ্যাপক ডঃ মাহফুজুর রহমান,তিনি নির্বাচন কার্যক্রম পরিচালনা করে রোকনগণের সরাসরি ভোটে ২০২৫-২৬ সনের জন্য উপজেলা আমীর নির্বাচিত হন মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়া,
নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার,অনুষ্ঠানে উপজেলা মজলিশে শুরা গঠনের জন্য রোকনগণের ভোট গ্রহণ করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বাড়ি বাড়ি ইউনিট গঠন, ঘড়ে গড়ে দাওয়াত পৌঁছানো ও সংগঠনের সকল পর্যায়ে মজবুতি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।