২১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগর ধোপাখালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতি কালে পুলিশের হাতে বিভিন্ন জেলার নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ৫ অনুপ্রবেশ কারীকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে জীবননগর থানার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিভিন্ন জেলার পাঁচ নারী -পুরুষ ভারতে পালানোর উদ্যেশ্যে শহরে অবস্থান করছে।এসময় তিনিসহ থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স জীবননগর মডেল মসজিদ সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার মকছুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের পরিমল বাড়ৈ’র ছেলে প্রান্তস বাড়ৈ (২৩), সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীভাদা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মজনু সরদার (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধাবাড়ী গ্রামের বিশম্বর বাড়ৈ’র মেয়ে সংগীতা বাড়ৈ (২০) ও ছেলে সৈরভ বাড়ৈ (১৯)। গ্রেফতারকৃতরা সকলেই ধোপাখালী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সকলেই ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আমরা তাদের কে গ্রেফতার করি। এব্যাপারে ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।