২১ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, আশ্রয়ন, গুচ্ছগ্রামের পুকুর, অভয়াশ্রম এবং সুগন্ধা নদীতে গত ১৪ ই নভেম্বর এবং ১৯ শে নভেম্বর ২৩৮ কেজি রুই জাতীয় মাছের পোনা এবং ২১৭ কেজি শিং মাছের পোনা ২৯টি পুকুর, অভয়াশ্রম২টি এবং সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মো: রবিউল ইসলাম,সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য দপ্তর ঝালকাঠি মোহাম্মদ ফখরুল ইসলাম ,ঝালকাঠি সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান,ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহামুদ আলম জোমাদ্দার,সমাজসেবা কর্মকর্তা, শাহপার পারভীন,পরিসংখ্যান কর্মকর্তা খালেদ রাশেদুল হাসান খান, এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইয়্যেদা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ।