২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ৩০টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা রেল বন্দরে পৌঁছেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় ভারতীয় বি সি মালবাহী ওয়াগন এবং একটি ব্রেক গার্ডভ্যান দর্শনা রেল বন্দরে এসে পৌছায়।এগুলো দর্শনা বন্দরে ঢোকার পর হতে ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌছাবে।
দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান বলেন, ২০২২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার দুপুরে ভারতীয় ৩০টি, বি সি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বি এল এন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে বেলা সাড়ে ১২টার দিকে ডি এস এম দর্শনা রেল বন্দরে এসে পৌছেছে।
উল্লেখ ভারত থেকে আসা বি সি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক এগুলো ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।