২১ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন পর্যটন মৌসুমে গাজীপুরের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটন স্পট ও লাক্সারিয়াস রিসোর্টে প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটে থাকে। এই বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন পর্যটন স্পট ও লাক্সারিয়াস রিসোর্ট সমূহ পরিদর্শনে আসেন টুরিস্ট পুলিশের ঢাকা ডিভিশন অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসাইন এবং ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএম।
এ সময় তারা গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর এলাকার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। পরবর্তীতে সারা রিসোর্ট,সাহেব বাড়ি রিসোর্ট ও গ্রিনটেক রিসোর্ট পরিদর্শন করেন। পরিদর্শন কালে রিসোর্টসমূহেের সেফটি সিকিউরিটি, ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট,ড্রিল সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। দর্শনার্থী ও পর্যটকদের সেফটি ও সিকিউরিটি নিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।