২১ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রানালয়ের যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম ২৫ শে অক্টোবর বৃহস্পতিবার রাত ৩ টার সময় কেরুতে পৌছালে তাকে স্বাগতম জানান কেরু,র ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান এফসিএমএ সহ কেরু উদ্ধোতন কর্মকর্তাগন। শুক্রবার জুম্মার নামাজ শেষে কেরু এ্যান্ড কোম্পানীর অতিথি ভবনে মিলের সকল বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকৌশলী মো.শফিকুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্হাপক(অর্থ)আব্দুস ছাত্তার, মহাব্যবস্হাপক(কারখানা) শ্রী সুমন কুমার সাহা,মহাব্যবস্হাক(ডিস্টিলারি) রাজিবুল হাসান, ডিজিএম সম্প্রসারন মাহবুবুর রহমান, ব্যবস্হাপক(ফার্ম)সুমন কুমার সাহা,ব্যবস্হাপক(পরিঃ-প্রকৌ)মোঃ আবু-সাঈদ,ব্যবস্থাপক (অর্থ)মোঃ গোলাম জাকারিয়া রাকিব সহ কেরু,র বিভিন্ন বিভাগের শাখা প্রধান সহ উদ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। যুগ্মসচিব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম কেরু চিনিকল কে অধিক পরিমাণে লাভজনক করতে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের পরমর্শ দেন।