২১ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমা দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে মসজিদে উপস্থিত মুসল্লীদের সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুর রহমান মিন্টুকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ মহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এদিকে ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর জামে মসজিদের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।