২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রমিক- কর্মচারীর কার্যালয়ে চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আঃ সাত্তার,মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা।জিলবাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ ইউসুফ আলী।এসময় প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয়েন্ট সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান। উল্লেখ ১৭ অক্টোবর ৯ বারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চাকুরী হতে অবসর গ্রহন করলে সাধারণ সম্পাদক পদটি শূণ্য হয়।