২১ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :”আগামী প্রজন্মকে সক্ষম করি
দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ১৩ ই অক্টেবর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, ঝালকাঠি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মাহমুদ হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কাওছার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুমানা আফরোজ,বীর মুক্তিযোদ্ধা ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি আনোয়ার হোসেন আনু ।
এছাড়াও উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ উপস্থিত ছিলেন।