২১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় বেসরকারি এনজিও ‘বুরো বাংলাদেশ’র অফিসে ঢুকে এক কর্মীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা,চিৎকারে বোমা সাদৃশ্য বস্তু রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার বেলা সোয়া ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা ধীন বাসস্ট্যান্ড মোড়ে বুরো বাংলাদেশ এনজিও এর অফিসে হেলমেট পরিহত এক যুবক ঢুকে বুরো বাংলাদেশ এনজিও’র দর্শনা শাখার একাউন্টস অফিসার ফেরদৌসের পায়ের কাছে ওই হেলমেট পরিহিত বোমা সাদৃশ্য বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলে অফিসে যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে দিতে। বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করেন তাহলে গুলি করে দিব। পরে সে দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার চেচামেচি করলে ওই যুবক বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। এর ৩/৪ মিনিট পর স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। পরে দর্শনা থানার ওসি শহীদ তিতুমির ছুটে আসেন।পরে ঘটনা স্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সরকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম ও র্যারের একটি দল।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমির বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। বোমা কিনা তারা এসে দেখবেন।
বুরো বাংলাদেশ এনজিও’র দর্শনা শাখার একাউন্টস অফিসার ফেরদৌস বলেন, আমি অফিসে কাজ করছিলাম। এ সময় এক হেলমেট পরিহিত এক যুবক অফিস কক্ষে এসে আমার পায়ের নিকট একটি বোমা সাদৃশ্য বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলে অফিসে যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে দিতে। বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করেন তাহলে গুলি করে দিব। পরে আমি দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার চেচামেচি করলে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়।