২২ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বিশ্বপর্যাটন দিবস পালিত হয়েছে। শুক্রবার ২৭ শে সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয় । শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।
এছাড়া আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।