২১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার এক সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালি গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ মঞ্জিল আলী(৩৭) কে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। আগের দিন শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নয়মাইল বাজারের পাশে একটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মঞ্জিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে পুলিশ কৌশল অবলম্বন করে তাকে ইটভাটার সামনে থেকে গ্রেফতার করে থানা হাজতে নেয়। মোমিনপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি ছিল মঞ্জিল।
উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ এলাকার মোমিনপুর বাজারে, বাজার করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যাক্তি প্রকাশ্যে তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।