২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ার কানকাটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৪ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
জানাযায়, গত শুক্রবার দিবাগত রাতে সদর ইউনিয়নের কানকাটা সীমান্তের মেইন পিলার ৪৩৭/৪এস বরাবর সীমান্তে কাঁটাতারের বেড়া কাঁটার শব্দ পেয়ে ভারতীয় বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় একটু দুরেই শারিয়ালজোত বিওপি ক্যাম্পের বিজিবি’র টহল দল অবস্থান করছিল। বিএমএফের গুলির শব্দ শুনে বিজিবি অগ্রসর হইলে কতিপয় চোরাকারবারিকে ছুটাছুটি করতে দেখে তাদের আটক করে। আটককৃতরা হলো সদর ইউনিয়নের কানকাটা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র জামাল হোসেন (৫০) একই গ্রামের আব্দুর রহিমের পুত্র ফরিদ (২৮), ডাঙ্গাপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র ইউসুফ আলী (৩২) একই গ্রামের আব্দুল করিমের পুত্র জুয়েল রানা (৩০)। এসময তাদের দেহ তল্লাশি করে ভারতীয় তারকাঁটার বেড়া কাঁটার অস্র পায়। অস্র গুলোর মধ্যে ছিল হাইড্রোলিক কাঁটার একটি, কাটিং প্লাস দুইটি, চাকু একটি। পরে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বিজিবি’র নায়েক সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড শেষে শনিবার বিকেলে তেঁতুলিয়া পুলিশ আটককৃতদের জেল হাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি ৪ চোরাকারবারিকে আটক করে থানায় হস্তান্তর করে। আইনি প্রসেস শেষে আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।